জাতীয় ডেস্ক: গুলশান হামলায় জড়িত জঙ্গি নির্বাস নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পোস্ট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ ও কথিত আইএস এর ওয়েবসাইটে প্রকাশিত পাচ জন জঙ্গির মধ্যে তিনি একজন ।
নিহতের ছবি প্রকাশের পর পরেই তার বন্ধুরা ফেসবুকে নির্বাসের ফেসবুক প্রফাইল থেকে আগের কিছু ছবি শেয়ার করতে থাকেন।
গত ১৫ জানুয়ারি ২০১৫ তিনি একটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় নায়িকা শ্রদ্ধা কাপুরের সাথে নাচরত অবস্থায় । ইংরেজিতে লেখা, Shraddha kapoor you beauty !! The moment when she holds my hand।
নির্বাসের ফেসবুক আইডি থেকে জানা যায় স্কুল পড়েছেন ঢাকার ইংরেজি মিডিয়ামের টার্কিস হোপে । ব্যাচেলর করেছেন নর্থসাউথ ভার্সিটি থেকে। এরপর মালয়েশিয়াতেও কিছুদিন পড়ালেখা করেছেন।
কম বয়সে আধুনিক মনা থাকলেও কিছু দিন থেকে ধর্ম-কর্মের প্রতি আগ্রহ দেখা যায়। উচ্চবিত্ত পরিবারের সন্তান নির্বাস মেয়েদের সাথে মেলামেশার বেশ কিছু ছবিও আপলোড করেছেন ফেসবুক পেজে ।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর