জাতীয় ডেস্ক: বরগুনায় পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো জঙ্গীরা এখনো কিলিং মিশনে সেখানে অবস্থান করছেন বলে এক চিঠির মাধ্যমে এমনটাই দাবি করেছেন।
তবে তারা আদৌ সেখানে অবস্থান করছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি পত্র দাতাদের পরিচয়ও শনাক্ত করতে ব্যর্থ পুলিশ।
গতকাল (শনিবার) সকালে বরগুনার সার্বজনীন কালিবাড়ি মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী মন্দিরে পূজো দিতে যান। এসময় মন্দিরের মেঝেতে লাল কালিতে লেখা একটা কাগজ পড়ে থাকতে দেখেন। সেটা হাতে তুলে নিয়ে দেখতে পান হুমকি দিয়ে কিছু লেখা রয়েছে।
কাগজটিতে লেখা হয়েছে, ‘তোর মাথা নিয়ে যাবো- এই আমাদের ইচ্ছা। আমরা এখন কিলিং মিশনে আছি বরগুনায়’। শুধুই এইটুকই নয়, বিভিন্ন হুমকিমূলক আরো কথাও লেখা হয়েছে। চিঠির প্রেরক হিসেবে লেখা হয়েছে- পুরোহিত হত্যা সংগঠন।
সকালেই মন্দির কর্তৃপক্ষ পুরোহিতকে হত্যার হুমকির বিষয়টি গণমাধ্যম কর্মীসহ পুলিশকে অবহিত করে। একই সঙ্গে বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সঞ্জয় চক্রবর্তী।
এরপর সন্ধ্যা ৬টার দিকে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর