রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০১:২৩:৫৭

গুলশানে ভয়াবহ হামলা: সাইট ইন্টেলিজেন্সের তথ্যই সঠিক

গুলশানে ভয়াবহ হামলা: সাইট ইন্টেলিজেন্সের তথ্যই সঠিক

জাতীয় ডেস্ক:  গত (শুক্রবার) রাজধানীর ভিআইপি এলাকা গুলশান ২ নাম্বারে অবস্থিত আর্টিজান রেস্তোরায় হামলা চালায়  জঙ্গীরা।

হামলায় নিহতদের সংখ্যা সম্পর্কে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দেয়া তথ্যই সঠিক হলো। হামলার পর কয়েক দফায় এই সাইটে আপডেট দেয়া হয়। একপর্যায়ে সাইটে দাবি করা হয় আইএস দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করেছে। আইএসের নিজস্ব সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে এ তথ্য জানায় সাইট ইন্টেলিজেন্স।


মধ্য রাতে আরেক টুইট বার্তায় এই সাইটে বলা হয়, ‘আইএসআইএস যোদ্ধাদের হামলায় বিভিন্ন দেশের ২০ জন নাগরিক মারা গেছে’। বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম আমাক ও সাইটের বরাত দিয়ে এ খবর প্রচার করেছে। এ দিকে গতকাল অভিযান শেষে দেখা যায় সত্যিই ২০ জনের লাশ রয়েছে। সংবাদ সম্মেলনেও ২০ জনের লাশ উদ্ধারের কথা বলা হয়েছে। হত্যার সংখ্যা সম্পর্কে সাইটে যে তথ্য উল্লেখ করা হয়, গতকাল লাশ উদ্ধারের পর তা পুরোপুরি মিলে যায়।

বিভিন্ন সময় বাংলাদেশে চাঞ্চল্যকর হত্যার পর আমাকের বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স আইএসের সম্পৃক্ততার দাবি করে। কিন্তু বরাবরই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা এ দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে