রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০২:৩৩:৪৯

জঙ্গীবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান শেখ হাসিনার

জঙ্গীবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান শেখ হাসিনার

জাতীয় ডেস্ক:  জঙ্গীবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুলাই) সকালে গণভবনে ঢাকায় সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাৎ শেষে সাম্প্রতিক সময়ে ফ্রান্স, বেলজিয়ামসহ অন্যান্য স্থানে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেগুলোর নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনা খুবই দুঃখজনক। এর শেকড় আমরা খুঁজে বের করবো। এছাড়া হামলাকারীদের মদদদাতা, কারা গোলাবারুদ ও অস্ত্র এবং অর্থ দেয়, সেগুলোও খুঁজে বের করা হবে।’

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা জিম্মি করে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

ওই রেস্টুরেন্টে নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে ৭ জন জাপানের নাগরিক। তাদের মধ্যে ৬ জন বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পে কাজ করতেন।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে