রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৫:৩৩:৪২

জঙ্গিবাদের শেকড় খোঁজার ঘোষণা শেখ হাসিনার

 জঙ্গিবাদের শেকড় খোঁজার ঘোষণা শেখ হাসিনার

ঢাকা : রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজানে সন্ত্রাসী হামলাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এর শেকড় (রুট) খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন।

এ খবর দিয়েছে বাসস।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, গুলশানে সন্ত্রাসী কার্যক্রমে অপরাধীদের যারা অস্ত্র ও বিস্ফোরক দিয়েছে, আমরা তাদের শেকড় খুঁজে বের করব।

তিনি বলেন, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ।  সম্প্রতি দেশে গুপ্তঘাতকরা সেবায়েত, ফাদার এবং চার্চদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই মধ্যে এসব ঘটনায় জড়িত অনেককে সরকার গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ সময় জাপানের প্রতিমন্ত্রী গুলশানের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনায় শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানান।

কিহারা বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে জাপান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিহারা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী গুলশানে হামলার সঙ্গে সম্প্রতি ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতের হামলার যোগসূত্রের কথা উল্লেখ করেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানবে প্রমুখ।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে