সোমবার, ০৪ জুলাই, ২০১৬, ০১:২৪:৪৬

বাংলাদেশের আইএসের দায়িত্বে এক কানাডা প্রবাসী : অমরাসিংগম

বাংলাদেশের আইএসের দায়িত্বে এক কানাডা প্রবাসী : অমরাসিংগম

নিউজ ডেস্ক : বাংলাদেশের আইএসের দায়িত্বে থাকা জঙ্গি নেতা কি কানাডা নিবাসী? আজ এই দাবি করেছেন টরন্টোবাসী ভারতের সন্ত্রাস বিশেষজ্ঞ অমরনাথ অমরাসিংগম। টুইটারে তিনি দাবি করেছেন, তামিম চৌধুরী নামে ওই আইএস জঙ্গি নেতা ওন্টারিও-এর উইন্ডসর সিটির বাসিন্দা। তবে এই মুহূর্তে সে হয়ত নিরাপত্তার কারণে কানাডা ত্যাগ করেছে বলেও জানিয়েছেন অমরনাথ। খবর ইনাডু ইন্ডিয়া’র।

নিশানায় ভারতও ?

তার দাবি শুধু বাংলাদেশে নয়, ভারতেও দ্বিমুখী আক্রমণের কৌশল নিয়েছে আইএস। গুলশানের আর্টিজ়ান বেকারিতে হামলায় জড়িত আহমেদ ওয়াসিম ও মেহাম্মদ আল শাইরকেও তামিম চেনে বলে দাবি করেছেন অমরনাথ। তিনি বলেন, ২০১৩-তে কানাডা থেকে সিরিয়ায় গিয়ে এরা আইএসে যোগ দেয়।

কিন্তু, বাংলাদেশ কেন ?

অমরনাথের মতে, ভৌগলিক অবস্থানের জন্যই আইএসে বাংলাদেশকে বেছে নিয়েছে। কেন না বাংলাদেশে হামলা চালালে তা ভারতেও সমান কার্যকরী হবে। তাই জঙ্গি কার্যকলাপের জন্য বাংলাদেশের মাটিকেই পছন্দ করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি।  

৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে