নিউজ ডেস্ক : সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয় বলেই শর্ত জুড়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার জাতীয় ঐক্যের ব্যাপারে আন্তরিক নয়। সেজন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন শর্ত দেয়া হচ্ছে।
সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে হলি আর্টিজাল রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, সরকারি দল আওয়ামী লীগের নেতাদের এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল উল্লেখিত মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে সব কিছুর উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা আগেও এ ঘটনার নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি।’
রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে হলি আর্টিজানের ঘটনার কথা উল্লেখ করে বলেন জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তবে রবিবারই আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার এই আহ্বানকে নাকচ করে দেন। তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করার বিষয়টি বিবেচিত হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুলের নেতৃত্ব দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
০৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম