মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ১০:০৯:২৬

এরশাদকে খোলা চিঠি

এরশাদকে খোলা চিঠি

নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে খোলা চিঠি দিয়েছেন সাতক্ষীরার আমিনুল হাকিম। তার ঠিকানা শহীদ নাজমুল সরণি। এবার আমিনুল হাকিমের খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলোঃ
 
আজ বাংলাদেশে ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকলেও একদিন আল্লাহর দরবারে ঠিকই জবাব দিতে হবে। যারা তাদের সহযোগিতা করে, তারাও এই জবাবদিহিতার আওতায় পড়বে। আপনি স্ত্রীসহ আপনার পার্টি অবশ্যই এ জবাবদিহিতার অন্তর্ভুক্ত। সেই জবাব তখন আল্লাহর দরবারে মজলুম জনগণ অবশ্যই চাইবে। তাদের হক নষ্ট করে আপনারা ক্ষমতার স্বাদ ভোগ করছেন। আপনি বলেছেন, ‘একসময় শুনেছি ক্রসফায়ার, এখন বন্দুকযুদ্ধ। এটা কিসের আলামত। তারা কি মানুষ না? বিচার পাওয়ার অধিকার কি তাদের নেই? দেশে এত রক্তপাত! এর জন্য পরিবর্তন দরকার ইত্যাদি।’ কিন্তু পরিবর্তন কিভাবে করবেন, সেটা তো বলছেন না। ‘আমরু বিল মারুফ ওয়া নিহা আনিল মুনকার’ আল কুরআনের এ আদেশ প্রতিষ্ঠা করতে হবে। সরকারের জোটের অংশ ত্যাগ করেন। সৈনিকের মেরুদণ্ড নুয়ে পড়ে না। জেলের ভয়ে ভীতু হলে আপনি কেমন সৈনিক ছিলেন?
মিথ্যাবাদী, মুনাফেক হয়ে বেঁচে থাকার চেয়ে একজন ঈমানদার মুসলিমের মৃত্যুই শ্রেয়। ক্ষণস্থায়ী দুনিয়ার আরাম-আয়েশ কাজে আসবে না। আল্লাহর দরবারে সবারই হিসাব দিতে হবে। আমার পরামর্শ হলো, এই বয়সে পরকালের জন্য প্রস্তুতি নেয়া উত্তম। জনগণের ‘হক’ ফিরিয়ে দেয়ার জন্য আমৃত্যু চেষ্টা করা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশে শান্তির জন্য যত রকম কৌশল আছে তা অবলম্বন করা। পরিশেষে দোয়া করি, আপনি ওই প্রচেষ্টা নিন। মহান আল্লাহ মজলুম জনগণের জানমালের হেফাজত করুন।
আমিনুল হাকিম
শহীদ নাজমুল সরণি, সাতক্ষীরা
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে