ঢাকা : আইএসের ভিডিওতে বাংলাদেশে আরো জঙ্গি হামলার হুমকিদাতা তরুণদের একজন সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে বলে শনাক্ত করেছেন তার পরিচিতজনরা।
এই তরুণকে তাহমিদ রহমান শাফি বলছেন তারা। জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের প্রথম আয়োজনেশীর্ষ ১৫ কণ্ঠশিল্পীর মধ্যে ছিলেন বলে ফেসবুকে কয়েকজন জানিয়েছেন।
ওই প্রতিযোগিতায় তার গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ শিরোনামের গানের একটি ভিডিও শেয়ার করছেন তারা।
নির্ঝর মজুমদার নামে একজন ফেইসবুকে লিখেছেন, “আজকে আইসিসের ভিডিওতে আহমেদ শাফি নামের যে ছেলেকে নিয়ে তোলপাড় হচ্ছে, সেই ছেলেও গ্রামীণফোনেই চাকরি করত।”
তাহমিদ ২০০০-২০০১ সালে নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন বলে তার সে সময়ের সহপাঠী বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন সহ-সম্পাদক জানিয়েছেন।
২০০২ সালে উচ্চ মাধ্যমিক শেষে তাহমিদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়েছেন বলে জানান তিনি।
তাহমিদ পরে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনে কিছু দিন চাকরি করেন বলে সেখানকার কয়েকজন সহকর্মী জানিয়েছেন।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এক ছেলে এবং মতিউর রহমান নিজামীর এক আত্মীয় গ্রামীণ ফোনের কারিগারি শাখায় চাকরি করতেন।
তাহমিদ সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে বলে জানান সাবেক সহপাঠী ও সহকর্মীরা।
নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব গণমাধ্যমকে জানান, শফিউর রহমান ২০০০ থেকে ২০০৫ সাল মেয়াদে নির্বাচন কমিশনার ছিলেন।
সে সময় তিনি শফিউরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জানিয়ে এই সরকারি কর্মকর্তা বলেন, ওই নির্বাচন কমিশনারের এক ছেলের নাম তাহমিদ রহমান শাফি।
তার সাবেক সহপাঠীদের কয়েকজন বলছেন, প্রায় তিন বছর আগে তাহমিদের সঙ্গে শেষ দেখা হয় তাদের।
যখন থেকে বুঝতে পারা গেল সে অন্য দিকে ঝুঁকছে তখন থেকে তার সঙ্গে অন্য বন্ধুদের যোগাযোগও কমে যায়, বলেন তাদের একজন।
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় প্রয়াত শফিউর রহমানের বাসা বলে নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা জানান। তবে বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি তিনি।
সাইট ইন্টেলিজেন্সে আইএসের প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিওতে দেখা যাওয়া তিনজন তরুণের মধ্যে প্রথমজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে, তার নাম তাহমিদ রহমান শাফি।
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামীনফোনে কাজ করতেন শাফি।
গ্রামীনফোনে তার একজন সাবেক সহকর্মী বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।
তিনি জানিয়েছেন, শাফি গ্রামীনফোনের কম্যুনিকেশন বিভাগে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন।
তবে ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।
সাবেক ঐ সহকর্মী আরো জানাচ্ছেন, বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫তে জায়গা পেয়েছিল শাফি।
রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করার ইচ্ছা পোষণ ছিল শাফির।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গ্রামীফোনের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়।
৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম