নিউজ ডেস্ক : সহকর্মী ও বন্ধুদের মাঝে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন শাফি। বেসরকারি একটি টেলিভিশনে জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫ জনের মধ্যেও নিজের অবস্থান করে নিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন। আর এই সঙ্গীত নিয়েই পিএইচডি করার ইচ্ছা পোষণ করেছিলেন।
সম্প্রতি সাইট ইন্টেলিজেন্সের পেজে আইএস’র প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিওতে দেখা যাওয়া তিন তরুণের মধ্যে প্রথমজনের কথা। প্রাথমিক পাওয়া তথ্যে জানা যায়, এই তরুণের নাম তাহমিদ রহমান শাফি। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গ্রামীণফোনে কাজ করতেন তিনি।
ভিডিওতে শাফিকে বলতে শোনা যায়, ‘শেখ আদনানির’ নির্দেশে তারা ‘খ্রিস্টান, ইহুদি ক্রুসেডার ও তাদের মিত্রদের’ বিরুদ্ধে এই যুদ্ধ করছে এবং তা কোনোভাবেই ‘কৌতুক নয়’।
ওই জঙ্গি শাফি আরো বলেন, ‘আমি বাংলাদেশের তাগুত (সীমালঙ্ঘনকারী বা আল্লাহদ্রোহী) সরকারের উদ্দেশে বলতে চাই, যে জিহাদ আজ বাংলাদেশে এসেছে, যে জিহাদ তোমরা প্রত্যক্ষ করছো, এরকম জিহাদ তোমরা এর আগে কখনও দেখো নাই। এই জিহাদ হচ্ছে সেই জিহাদ যার প্রতিশ্রুতি রাসুল্লাহ (সা.) দিয়ে গিয়েছিলেন, সুতরাং তোমরা কখনওই এই জিহাদকে বন্ধ করতে পারবে না।’
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার চার দিনের মাথায় বুধবার আইএসের নামে নতুন এই ভিডিও অনলাইনে আসে।
ওই ভিডিওতে এই তিন যুবককে বাংলায় কথা বলতে শোনা যায়। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই ভিডিওবার্তা সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে এসেছে।
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস