নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশের জেল হেফাজতে থাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেন্দ্রীয় ও জেলা নেতাদের তত্ত্বাবধানে কারাগারে থাকা নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে দলের পক্ষ থেকে এ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, ‘খুশির বার্তা নিয়ে আসা ঈদ বিএনপির অনেক নেতার কাছেই বিষাদে পরিণত হয়েছে, বিশেষ করে যারা কারাগারে রয়েছেন। তবে ঈদকে সামনে রেখে এসব নেতাকর্মীদের জন্য নেত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেয়ায় কারাগারে থাকলেও তাদের মনোবল দৃঢ় ও চাঙ্গা হবে।’
এটিকে ভালো উদ্যোগ দাবি করে এ জন্য বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান এই দলের যুগ্ম মহাসচিব। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান বিএনপির এই নেতা। কোথাও আর্থিক সহায়তা, আবার কোথাও ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে। তবে কোথাও গোপনে দেয়া হয়েছে এ সহায়তা। অনুকূল পরিবেশ না থাকায় আবার কোথাও এ সহায়তা দেয়াই সম্ভব হয়নি।
বিষয়টি স্বীকার করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘ঈদ উপলক্ষে কারাগারে থাকা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী নেতাকর্মীদের দলের পক্ষ থেকে কম-বেশি আর্থিক সহায়তা প্রদান ও ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে। কোথাও আর্থিক সহায়তা আবার কোথাও ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে। এটা আসলে পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে। অনেক জায়গায় আবার আমাদের দেয়ার সুযোগই দেয়া হয়নি।
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস