ঢাকা : দেশের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এখানে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। এবারও ঈদের জামাতে ইমামতি করার কথা ছিলো এই মাওলানার।
কিন্তু এবার শোলাকিয়ায় ঈদের নামাজ পড়াতে পারেননি মাওলানা মাসঊদ। জানা যায়, শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ পড়তে হাজির হয়। মাওলানা ফরিদউদ্দিন মাসঊদের বদলে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেছেন মাওলানা আবদুর রওফ বিন শোয়াইব।
কারণ হিসেবে জানা যায়, ইমাম সঠিক সময়ে হাজির হতে পারেননি এখানে। প্রসঙ্গত, ঈদের জামায়াত শুরু হওয়ার আগেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটণা ঘটে।
শোলাকিয়ায় ঈদের জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ কেমন আছেন এই বিষয়ে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। ফরিদ উদ্দীন মাসঊদের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ শাকের জানিয়েছেন তিনি নিরাপদে আছেন। তিনি সার্কিট হাউজে অবস্থান করছেন।
দুর্বৃত্তরা আকস্মিকভাবে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তদের নিবৃত্ত করতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে এক পুলিশ সদস্য ও এক হামলাকারী নিহত হন। ঘটনায় অন্তত ৮ পুলিশ আহত হয়েছে বলে জানা যায়। নিহত পুলিশের নাম জহুরুল। তবে মেলেনি হামলাকারীর পরিচয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজন। কয়েকজন পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
৭ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর