বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ০৪:০৫:০২

সব ব্যর্থতার দায় নিয়ে আপনি ক্ষমতা ছেড়ে দিন: খালেদা জিয়া

সব ব্যর্থতার দায় নিয়ে আপনি ক্ষমতা ছেড়ে দিন: খালেদা জিয়া

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা ও জঙ্গিবাদ মোকাবেলায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। জনগণের মনের ভাষা বুঝে প্রধানমন্ত্রী শেখ হসিনাকে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য আহবান জানিয়েছেন বেগম খালেদা জিয়া।

বরাবরের ন্যায় এবার বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

বেগম খালেদা জিয়া এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। খালেদা জিয়া বলেন, সরকার জঙ্গি জঙ্গি বলে ১৬ হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করেছে। তারা ঈদে পরিবারের সাথে থাকতে পারেনি।

বেগম খালেদা জিয়া বলেন, সরকার একের পর এক নানাভাবে মানুষকে কষ্ট দিচ্ছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা ও জঙ্গিবাদ নির্মূলে ব্যর্থ বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

পরে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে সব ব্যর্থতার দায়ভার নিয়ে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানান। বেগম খালেদা জিয়া বলেন, নানা অপরাধে জড়িত সরকার দলীয় লোকজন। সরকার তাদের দুই একজনকে আটক করলেও পরে ছেড়ে দিচ্ছেন বলে মন্তব্য করেন বেগম জিয়া।

প্রসঙ্গত, এদিন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্নি দেশের প্রায় ২৫ জন কূটনীতিক ও দাতাসংস্থার প্রতিনিধি এর পরে বিশিষ্ট নাগরিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন করেন বিএনপি নেত্রী।  এ সময় দলীয় শীর্ষ নেতারা তার সাথে ছিলেন।
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে