বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ০৮:২৭:৩২

ওরা ভীরু, কাপুরুষ : খালেদা জিয়া

ওরা ভীরু, কাপুরুষ : খালেদা জিয়া

ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশের ওপর দুস্কৃতকারীদের হামলায় দু’জন পুলিশ সদস্য এবং ঝর্ণা রানী ভৌমিক নামে এক হিন্দু নারী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  এ ন্যক্কারজনক ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, গুলশানের সন্ত্রাসী ঘটনার সপ্তাহ পার না হতেই আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় রক্তাক্ত ঘটনা ঘটলো।  এ ঘটনায় কয়েকজন মানুষের জীবন চলে গেল।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার কঠোর নিরাপত্তার কথা বলা হলেও বিদ্যমান সব নিরাপত্তাকে ভেদ করে সন্ত্রাসী উগ্রপন্থীরা একের পর বেপরোয়া জীবনবিনাশী সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, মনে হচ্ছে- এই উগ্রপন্থী অশুভ শক্তি সারাদেশকেই অভয়ারণ্য মনে করছে।  মানুষের প্রাণ কেড়ে নিয়ে রক্তক্ষরণের দ্বারা তাদের কর্মসূচি চালিয়ে যেতে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে সেটা তারা মনে করছে না।  মানুষের কোলাহল থেমে গিয়ে চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে।

তিনি বলেন, সন্ত্রাসীরা একের পর এক অভিনব প্রাণঘাতি হামলা করে দেশটাকে যেন তারা একটা গোরস্থানে পরিণত করতে চায়।  এদেশে স্বাভাবিক মৃত্যুর চেয়ে এখন অধিক সংখ্যক অস্বাভাবিক মৃত্যুর জানাজায় অংশগ্রহণ করতে হচ্ছে মানুষকে।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, এদেশের জনগণ এক ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। জনজীবনের সব কর্মকাণ্ড এখন আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ।  শত চেষ্টা করেও তার ব্যর্থতা ঢাকা দিতে পারছে না সরকার।

তিনি বলেন, শুরু থেকেই যথার্থ পদক্ষেপের মাধ্যমে এই কুপথগামী অন্ধশক্তির তৎপরতা রুখে দিতে পারতো তাহলে এতো ভয়াবহ রুপ ধারণ করতে পারতো না।  তবুও এ দুঃসময়ে সবাই মিলে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের পথে এগিয়ে গেলে দেশ থেকে সন্ত্রাসী উগ্রবাদীদের অপতৎপরতা নির্মূল করা সম্ভব।  ঐক্যবদ্ধ শক্তির অদম্য সাহসের কাছে কখনোই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ঝর্ণা রানী ভৌমিকের মতো নিরস্ত্র, নিরীহ এবং নিরপরাধ মানুষকে যারা হত্যা করে তারা ভীরু ও কাপুরুষ। এরা মানবজাতির অগ্রগতির শত্রু।  

তিনি বলেন, আমি আবারো উদাত্ত কন্ঠে বলছি- এই বর্বর অপশক্তিকে নির্মূল করতে বিভেদ-বিভাজনের পথ থেকে সরে এসে সবাইকে একযোগে কাজ করতে হবে।  জাতির এই সংকটকালে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।

খালেদা জিয়া বলেন, আমি শোলাকিয়ায় দুস্কৃতকারীদের হাতে নিহত দু’জন পুলিশ ও একজন হিন্দু নারী নিহতের ঘটনায় গভীরভাবে বেদনার্ত ও শোকার্ত।  আমি নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং নিহত হিন্দু নারীর আত্মার শান্তি কামনা করছি।  

খালেদা জিয়া বলেন, আমি নিহতদের পরিবার ও নিকটজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।  যারা আজকের সন্ত্রাসী ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত সুচিকিৎসা প্রদানের জন্য আহবান জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি।  

তিনি বলেন, অসীম সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে যে দু’জন পুলিশ জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই আত্মদান জাতি কোনোদিনই বিস্মৃত হবে না।

শোলাকিয়ার পৈশাচিক সন্ত্রাসী ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান বেগম খালেদা জিয়া।
৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে