ঢাকা : মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে রোববার মানববন্ধন করবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীর। মেডিক্যালের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল রোববার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে পাঠ করেন খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় মানববন্ধন করে আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সময় দেব। দাবি মানা না হলে ২৮ সেপ্টেম্বর কঠোর কর্মসূচিত দিতে বাধ্য হব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইউজিসির কর্মকর্তাসহ ডাক্তারদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি যৌক্তিক। তাহলে সরকার দাবি মেনে নেবে না কেন?
তিনি বলেন, আমরা ১৯ সেপ্টেম্বর থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমরা কোনো সহিংসতা করিনি। কিন্তু এরপরও আমাদের ওপর হামলা হয়েছে। আগামীকালের কর্মসূচিতে সরকারের সহযোগিতা চাইলেন তিনি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম