নিউজ ডেস্ক : বাংলাদেশে ভ্রমণে ফের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ এ সতর্কবার্তা আপডেট করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জারি করা সতর্কবার্তায় গুলশানের হলি আর্টিজানে হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বাংলাদেশে কর্মরত ব্রিটেনের নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া হোটেল, সম্মেলন কেন্দ্র, সুপারমার্কেট, রেস্তোরাঁ, ক্লাবসহ যেসব স্থানগুলো বিদেশিদের জমায়েতের জন্য পরিচিত, সেগুলো পরিহার করে চলতে বলা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের পর থেকে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর একাধিকবার বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে।
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম