নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলাম তপুর লাশ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার মরদেহ দাফন করা হয়। তিনি একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ পুরো স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। নিহত পুলিশ আনসারুল পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ২০০৬ সালে তিনি পুলিশে যোগ দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত পুলিশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মুক্তিযোদ্ধা বাবা আব্দুল মজিদ চাকরি করতেন পুলিশে। বড় বোন ফাতেমা খাতুন নিজেও পুলিশে কর্মরত। বাবা আর বোনের পদাঙ্ক অনুসরণ করে দেশপ্রেমের চেতনা বুকে নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন জহিরুল ইসলাম তপু।
চাকরির মাত্র ৫ বছরের মাথায় জীবনের ইতি টানতে হয়েছে পরিবারের সবার আদরের তপুকে।
দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠ শোলাকিয়ার কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে অবেলাতেই নিভে গেলো পুলিশ পরিবারের এ কনিষ্ঠ সদস্যকে।
নিহত তপুকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া বালাশর গ্রামে বাবা’র কবরের পাশেই শেষ শয্যা হলো কিশোরগঞ্জ সদরের পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের (২৫)।
মাটির শীতল বিছানায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে কিশোরগঞ্জ থেকে রাত ১১টায় তার মরদেহ নিজ গ্রামের বাড়ি ভাটিপাড়ায় নিয়ে যাওয়া হয়।
রাত ১২ টার দিকে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। জানাজায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (দণি) হারুন অর রশিদ, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিবসহ স্থানীয় এলাকার বাসিন্দারা অংশ নেন। দাফনে আগে বীরত্বের জন্য উভয়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম