বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫১:১৫

এইচএসসির পুনঃনিরীক্ষণে আবেদন ৩ লাখ, পরিবর্তন মাত্র দেড় হাজার

এইচএসসির পুনঃনিরীক্ষণে আবেদন ৩ লাখ, পরিবর্তন মাত্র দেড় হাজার

ঢাকা : চলতি বছরের এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ জন্য ৩ লাখের বেশি আবেদন পড়লেও ফল পরিবর্তন হয়েছে মাত্র ১৫০৫ জনের।

স্ব স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফলাফল পাবেন।

তবে রাজশাহী বোর্ড ও কারিগরি বোর্ডের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

পুনঃনিরীক্ষণ ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুনভাবে পাস করেছেন ৬৪ শিক্ষার্থী। এ ছাড়া জিপিএ-৫প্রাপ্ত ১৩ জনসহ এ বোর্ডের ফলাফলে পরিবর্তন এসেছে ২১৯ পরীক্ষার্থীর।

এছাড়া কুমিল্লা বোর্ডে ১১৬ শিক্ষার্থী, সিলেট বোর্ডে ৪৬ শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ৬২ শিক্ষার্থী, যশোর বোর্ডে ২৪৪ শিক্ষার্থী, দিনাজপুর বোর্ডে ৬৫ শিক্ষার্থী, ঢাকা বোর্ডে ৬৬৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে ঢাকা বোর্ডের অধীনস্ত ডিআইবিএস-এ (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ২০ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৯ আগস্ট প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দশ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন উত্তীর্ণ হয়।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৮৯৪ জন। পরে প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে দশ শিক্ষা বোর্ডে গত ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিন লাখ ১০ হাজার ৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফেল করায় ১৬৫টি কলেজ কোনো শিক্ষার্থীকেই পায়নি।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে