শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১০:০৭:২২

‘মোবাইল কিনে দাও টকিংটম খেলবো’

‘মোবাইল কিনে দাও টকিংটম খেলবো’

নিউজ ডেস্ক : ছোট্ট মেয়েটি কেন জানি চুপচাপ। কথা নেই, মুখে কোনো হাসিও নেই। ঈদের আগের দিনও বাড়িটাকে সে মাথায় তুলে রেখেছিল। সেই মেয়েটি আজ এতো মন ভার করে আছে কেন? বাড়ির সবাই চিন্তিত। সে কারো সাথে কোনো কথাও বলছে না, এসনকি মায়ের সাথেও না। বড় বোন সুমাইয়া তাকে অনেক আদর করে। আজ তার দিকেও চোখ তুলে তাকায়নি মেয়েটি।

মা তার বাবাকে ফোন করে বাজার থেকে চকোবার নিয়ে আসতে বললো। বাবা এসে কোলে নিতেই জুড়ে দিল কান্না। মা মনি কি হয়েছে? কেউ মেরেছে তোমাকে? সাথে সাথে অভিমানী মেয়েটি জানিয়ে দিল- আমাকে মোবাইল কিনে দাওনি। আমি টকিংটম খেলবো কি দিয়ে? আমাকে গেইমওয়ালা মোবাইল দাও।

কথা শুনে সবার চোখ চড়ক গাছ। এইটুকু একটা মেয়ে তারও মোবাইল চাই। বাবা নিজের মোবাইলটি তার দিকে এগিয়ে দিলে সে হতে নিয়ে ফেলে দেয়। বলে- এটি সে নিবে না। তার গেমওয়ালা নতুন মোবাইল চাই। এতোদিন সে তার দুলাভাইয়ের মোবাইলে টকিংটম খেলতো। আজ তার নিজের মোবাইল চাই।

মারিয়া নামের সেই মেয়েটির গ্রামের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। পাঁচ ভাই-বোনের সবার ছোট সে। বয়স মাত্র ৫ বছর। সে বাবা-মায়ের সবচেয়ে আদরের। বাবা মোহাম্মদ ইন্নাল শেখ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সব ছেলে-মেয়েদের চেয়ে তাকে একটু বেশিই ভালোবাসেন।

কথা হয় মারিয়ার বাবার সাথে। তিনি বলেন, ‘আমার ছোট মেয়ের কোনো আবদারই অপূর্ণ রাখিনি। যা চেয়েছে সব এনে দিয়েছি।’ মোবাইলের কথা বলতেই তিনি বলে ফেললেন, ‘হয়তো তার এই আবদারও রাখতে হবে।’

মোবাইলের অপকারিতা সম্পর্কে বললে তিনি উল্টো বললেন, ‘মেয়েটির মাথা (মেধা) খুবই ভালো। সে যা দেখে তাই মনে রাখে। ও এখনো স্কুলে যায়নি। কিন্তু প্লের সব পড়া ওর মুখস্ত। ১৫টার মতো ছড়া সে মুখস্ত করে ফেলেছে। আর যদি মোবাইল কিনে দেই হয়তো মোবাইল সম্পর্কেও ভালো কিছু শিখবে!’ -বাংলামেইল
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে