শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৭:০৪:৪২

সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা গ্রেফতার

সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা গ্রেফতার

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া ক্যাপ্টেন উদ্ভাসকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ির বাসিন্দা উদ্ভাস সেনাবাহিনীর একটি কোর্সে অংশ নিতে ২০১৫ সালের ১৫ ফেরুয়ারি থেকে সিলেট ছিলেন।

২০১৫ সালের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যান সেনা কর্মকর্তা উদ্ভাস চাকমা। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে উদ্ভাসকে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনী থেকে পালিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

পরে গ্রেপ্তার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অবৈধ অনুপ্রবেশ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভাস চাকমার বিরূদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে