রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:৩৫

রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬জন দগ্ধ

রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬জন দগ্ধ

ঢাকা : রাজধানীর একটি টিনশেড বাড়িতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬জন দগ্ধ হয়েছে।

৫৯০ নম্বর বাসায় পূর্ব সেনপডায় শনিবার দিবাগত রাত দেড়টার সময় গ্যাসের পাইপ লিকেজ হয়ে এ ঘটনা ঘটে।

আশপাশের লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধারের পর রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
 
আহত দেলোয়ার জানান, তিনি ওই এলাকার ওহিদ মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রাত দেড়টার দিকে সিগারেট ধরালে ওই আগুন থেকে হঠাৎ করে তার ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিক্যালের আবাসিক সার্জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে দেলোয়ারের শরীরের ৪০ শতাংশ, সালেহার শরীরের ২২ শতাংশ, আমেনার শরীরের ১৮ শতাংশ, আরমানের শরীরের ১৬ শতাংশ, জাহিদের শরীরের ৪০ শতাংশ ও ফাতেমার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে দেলোয়ার ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে