এমটি নিউজ ঢাকা: দীর্ঘ দিনের ছুটিতে ঈদুল ফিতরের আমেজ শেষ করে এখন রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষগুলো। রাজধানীর বাস, লঞ্চ, ট্রেন স্টেবশনগুলোতে শনিবার চোখে পড়েছে এই দৃশ্য।
বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালও এর বাইরে ছিল না। বাবা-মা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে আবার তারা ফিরছেন ঢাকায়। পথে পথে তাদের ছিল নানা ভোগান্তি। বাস-ট্রেনের ছাদে করেও দূর দূরান্ত থেকে আসছেন খেটে খাওয়া মানুষ। তাদের অভিযোগ, নির্ধারিত দামে তারা বাসের টিকেট পাচ্ছেন না।
পরিবহনকর্মীরা টিকেটের দাম বেশি নিচ্ছেন। অগত্যা বাধ্য হয়ে ছাদে চেপে বসছেন। তবে রাজধানীতে ছিল ঈদুল ফিতরের ছুটির আমেজ। রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলেনি বললেই চলে। রোববার শুরু হচ্ছে সপ্তাহের প্রথম কর্মদিবস। রোববার থেকেই ধীরে ধীরে সমহিমায় ফিরতে শুরু করবে রাজধানী।
গত ১ জুলাই শুরু হয় টানা ৯ দিনের ছুটি। ৪ জুলাই কর্মদিবস থাকলেও নির্বাহী ক্ষমতা বলে একটি দিন সরকারি ছুটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সুবাদে এবার টানা ৯ দিনের ছুটি ভোগ করার সুযোগ পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটিও নিয়েছেন। শনিবার ছিল সরকারি ছুটির শেষ দিন।
সদরঘাট টার্মিনাল সূত্র জানিয়েছে, শনিবার ভোরে বিভিন্ন স্থান থেকে আসা আনুমানিক ৭০টি লঞ্চ টার্মিনালে ভেড়ে। এর মধ্যে কয়েকটি লঞ্চ যাত্রী নামিয়ে আবার ফিরে যায়।
বরিশাল থেকে ঢাকায় ফেরা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আবু ইউসুফ জানান, বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। তবে লঞ্চে যাত্রীর চাপ থাকার সুযোগে ডেকের ভাড়াও নিয়েছে ৪০০ টাকা।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস