শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৮:৪২:১২

আলেম-ওলামাদের প্রতি একটি আহবান জানালেন আওয়ামী লীগের নেতারা

আলেম-ওলামাদের প্রতি একটি আহবান জানালেন আওয়ামী লীগের নেতারা

ঢাকা: আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত যৌথ সভায় আলেম-ওলামাদের প্রতি বক্তারা এই আহবান জানান।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

গুলশানে ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার এবং দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১১ জুলাইয়ের সমাবেশ সফল করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ওই দিন আপনারা জাতীয় পতাকা হাতে শহীদ মিনারে আসবেন, লক্ষাধিক মানুষের প্রতিরোধ সমাবেশ করে বিশ্বকে দেখিয়ে দিন যে বাংলার মানুষ সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের এসব সমর্থন করে না। সবাই স্বপরিবারে আসবেন।

তিনি বলেন, ভয়কে জয় করেই আমরা একাত্তর সালে পাকিস্তানিদের পরাজিত করেছিলাম। ভয়কে জয় করেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছিলাম। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। তিনি আজ ডাক দিয়েছেন খুনি-জঙ্গিদের প্রতিহত করতে। তাই আশা করি, আগামী ১১ জুলাই শহীদ মিনারের সমাবেশে সবাই উপস্থিত হয়ে জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় তার হাতকে শক্তিশালী করবেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেখেছি এরা কাপুরুষের মতো মানুষকে হত্যা করেছে। এখনও তাই করছে। আমরা অবশ্যই এবারও এদের বিরুদ্ধে বিজয়ী হব।

আজ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে যৌথ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি, সংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, মামুনুর রশিদ ও চিত্র নায়ক ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, উদীচীর নেতা মাহমুদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে