জাতীয় ডেস্ক : শনিবার দুপুরে ভারতে ডাঃ জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়। এর পরে প্রশ্ন ওঠে বাংলাদেশে নিষিদ্ধ করার বিষয়ে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কথা বলেন এই বিষয়ে।
এবার ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি জানিয়েছেন, আমরা এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছি।
সাংবাদিকদের তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা কোনো নির্দেশ পাইনি। আমরা নিজেরাই পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিই। সারাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মন্ত্রনালয়ের অফিস খুললে পিস টিভি বন্ধ করে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জাকির নায়েক বাংলাদেশে খুবই জনপ্রিয়। সহসাই তার বিপক্ষে সিদ্ধান্ত নয়।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর