নিউজ ডেস্ক: এইমাত্র পাওয়া খবর, খুলনা কারাগারের ভেতরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরদার করা হয়েছে কারাগার ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা।
আজ (শনিবার) রাত ৮টার দিকে কারাগারের ভেতরে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটনায় তা এখনো জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই ঘটনা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত ৮টার মিনিটে কারাগারের ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়।
এছাড়াও খুলনার জেলার কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস