ঢাকা: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় আজ হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাশাপাশি দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিমানবন্দর প্রবেশ গেট, হ্যাঙ্গার গেট, বিএফসিসি গেটসহ বিভিন্ন স্পর্শকাতর গেটে বিমানযাত্রীদের গাড়ি ও লাগেজ যৌথভাবে তল্লাশি করা হচ্ছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিন আক্তার জানান, জঙ্গি হামলাসহ যে কোনো পরিস্থিতি ঠেকাতে বিমানবন্দরে অত্যাধুনিক চায়নিজ রাইফেল ও এসএমজি হাতে সার্বক্ষণিক মহড়া দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতিটি শিফটে বৃদ্ধি করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিমানবন্দর এলাকায় এপিবিএনের বিশেষায়িত একটি টিম ‘সিআরটি’ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এছাড়াও বিমানবন্দর থানার ওসি এজাজ সফি জানান, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। বিমানবন্দর প্রবেশ গেট, হ্যাঙ্গার গেট, বিএফসিসি গেটসহ বিভিন্ন স্পর্শকাতর গেটে বিমানযাত্রীদের গাড়ি ও লাগেজ যৌথভাবে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে আনসার-ভিডিপি কর্মকর্তা (ক্যান্টনমেন্ট) কাঞ্চন কুমার ব্যানার্জি জানান, গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজের সময় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, জঙ্গি হামলাসহ যে কোনো পরিস্থিতি ঠেকাতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস