রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৭:০৩

তথ্য-প্রযুক্তি এখন আর স্বপ্ন নয় : শেখ হাসিনা

তথ্য-প্রযুক্তি এখন আর স্বপ্ন নয় : শেখ হাসিনা

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য-প্রযুক্তি আমাদের কাছে আর স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা তথ্য-প্রযুক্তির সেবা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি, যাতে কেউ পিছিয়ে না থাকে।

তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড (আইটিইউ) গ্রহণকালে তিনি ওই কথা বলেন।

জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেটস ডাইনিং রুমে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে আইটিইউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

আইটিইউ’র ১৫০ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এ অ্যাওয়ার্ড লাভ করল। প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডটি বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এ পুরস্কার সহায়ক হবে।

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজে হাত দিয়েছি, তার এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার।

এসময় তিনি জ্ঞানভিত্তিক টেকসই ভবিষ্যৎ গড়ার পথের সব বাধা দূর করতে তিনি সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসার আহ্বান জানান।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে