রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০১:৩৯

ভিত্তিহীন দাবি করেছে অস্ট্রিলিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিত্তিহীন দাবি করেছে অস্ট্রিলিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : ‘বাংলাদেশের জঙ্গি নিরাপত্তা ঝুঁকি রয়েছে’। অস্ট্রেলিয়ার এমন দাবীকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ভিত্তিহীন। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাংলাদেশে নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিরা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আন্তর্জাতিক কোনো আসরে নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সোমবার বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু এখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে- এমন আশঙ্কায় বাংলাদেশ সফর বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে একটি নিরাপত্তা টিম ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তা্রই অংশ হিসাবে আজ রবিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই জন সদস্য ঢাকায় আসেন। এই টিমের রিপোর্টের ওপরই নির্ভর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফর। তারা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠক করবেন।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে