রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৩:০০

ব্যস্ত হতে শুরু করেছে রাজধানী

ব্যস্ত হতে শুরু করেছে রাজধানী

ঢাকা : ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সেই সাথে ব্যস্ত হয়ে উঠেছে চিরচেনা নগরী ঢাকা। তবে পুরোদমে ব্যস্ততা বাড়তে আরও কয়েকদিন সময় লাগবে।

দেখা গেছে, রবিবার সকাল থেকেই যাত্রী বোঝাই বাস আসতে শুরু করেছে। এসব বাসের যাত্রীদের বেশিরভাগই গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরে আসছেন।

ব্যস্ততা বাড়ায় রাজধানীতে যান চলাচল বেড়েছে। তবে চিরচেনা যানজটের ঢাকা এখনও খুঁজে পাওয়া যায়নি কোথাও। এর মূল কারণ ব্যক্তিগত গাড়ির চলাচল কম। বাংলা মোটরে মোড়ে দায়িত্ব ট্রাফিক পুলিশ অফিসার জানালেন, এ সপ্তাহে ঢাকার স্বরূপে ফেরার সম্ভাবনা কম। তবে আজ যান চলাচল গত দুই দিনের প্রায় দ্বিগুণ বেড়েছে।

ঈদের পর থেকে রাজধানীতে রিকশা চলাচলও কমে গেছে। পথে পথে ভিক্ষুক নেই বললেই চলে। এ শ্রেণির মানুষদের অনেকেই ঈদের দিন রাতে ঢাকা ছেড়েছেন। তারা আসবেন হয়তো দিন পনের পরে।

মতিঝিলে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান আজ থেকে পুনরায় চালু হলেও কর্মীদের আনাগোনা কম। যারা এসেছেন তাদের বেশিরভাগের গ্রামের বাড়ি ঢাকার আশেপাশের জেলায়। দেখা গেল প্রথম দিন শুধু কুশল বিনিময় চলছে বেশি। কেউ কেউ অন্যদের জন্য কোরবানির মাংস নিয়ে এসেছেন।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও একই অবস্থা। এখনও নিজ দপ্তরে আসেননি বেশির ভাগ মন্ত্রী ও সচিব। যারা এসেছেন তারাও কুশল বিনিময় ও গল্প-গুজব করে সময় কাটাচ্ছেন। কর্মব্যস্ততার আমেজ এখনও সচিবালয়ে আসেনি।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে