রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৮:৪০

‘৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ’

‘৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ’

ঢাকা : ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক (ডিএনসিসি) আওতাধীন সমস্ত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে বিলবোর্ড না সরালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

রোববার সকালে ডিএনসিসির নগর ভবনের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহায় পশু কোরবানির বর্জ্য অপসারণে সফলতা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, ‘অবৈধ বিলবোর্ড আইন অনেক কঠিন। এই আইনে লাখ লাখ টাকা জারিমানা, এমনকি গ্রেপ্তারও করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যেসব ব্যক্তির ছবি বিলবোর্ডে দেখা যায়, যেসব প্রতিষ্ঠান বিলবোর্ডের ব্যবসা করেন তারা অবিলম্বে ৩০ সেপ্টেম্বর মধ্যে বিলবোর্ড অপসারণ করুন। না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, সচিব মো. নবিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহাসহ বর্জ ও পরিবহণ বিভাগের কর্মকর্তারা।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে