মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ১২:৫২:৪৩

পিস টিভির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল

পিস টিভির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল

নিউজ ডেস্ক: ইসলামী বক্তা ও লেখক জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের আদেশ জারি করেছে সরকার। গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে টিভি চ্যানেলটির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল করা হয়। পিস টিভির সম্প্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আদেশে বলা হয়েছে। এ আদেশের পরই সারা দেশের ক্যাবল অপারেটররা ওই টেলিভিশনের সমপ্রচার বন্ধ করে দিচ্ছেন।

অভিযোগ উঠেছে, জাকির নায়েকের বক্তব্যে তরুণরা জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হচ্ছে। বলা হচ্ছে, গুলশানে হামলাকারী সন্ত্রাসীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতো। গুলশানের ঘটনার পর জাকির নায়েক ও তার পিস টিভি নিষিদ্ধ করার বিষয়টি দেশে বিদেশে আলোচিত হচ্ছে। এর ভিত্তিতেই গত রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পীস টিভি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সভায় পিস টেলিভিশন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই দিন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টেলিভিশনের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পিস টিভি বহুক্ষেত্রে মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না।

তাই পিস টিভি বন্ধের বিষয়ে সোমবার প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এরপর গতকাল জারি করা তথ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিত্রে এবং ডাউনলিঙ্ক শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউনলিঙ্ক অনুমতি বাতিল করা হলো।

বাংলাদেশের অভ্যন্তরে এ চ্যানেলের সব ধরনের সম্প্রচার বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় আদেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও), বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর প্রশাসকের কাছে আদেশের অনুলিপি দেয়া হয়েছে।

ক্যাবল অপারেটর্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাবেক সভাপতি এসএম আনোয়ার পারভেজ আদেশ জারির পর বলেন, রোববারই দেশের অনেক জায়গায় আনঅফিসিয়ালি পিস টিভির সমপ্রচার বন্ধ করে দেয়া হয়েছিল। প্রজ্ঞাপন জারির পর আমরা এসোসিয়েশন নেতৃবৃন্দ এ বিষয়ে বৈঠক করেছি। বিভাগীয় শহরগুলোতে ইতিমধ্যে সমপ্রচার বন্ধ করে দেয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে সারা দেশে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। বৈঠকের সিদ্ধান্ত আমরা দেশের অন্যান্য কেবল অপারেটরকে জানিয়ে দিচ্ছি।

১২জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে