মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৫:৪১:৫৯

সাংবাদিকদের দেখেই ক্ষুব্ধ মির্জা ফখরুল

সাংবাদিকদের দেখেই ক্ষুব্ধ মির্জা ফখরুল

ঢাকা : সাংবাদিকদের দেখেই ক্ষুব্ধ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বলেন,
 প্রেস কেন, কে আসতে বলেছে? আমি তো আসতে বলিনি।  

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে সোমবার রাতে ঢাকা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যম কর্মীদের দেখে এমন কথা বলেন তিনি।

এ ঘটনায় হতবাক হন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। কারণ বিদেশে যাওয়া ও আসার সময় সাধারণত বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে থাকেন মির্জা ফখরুল।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ঈদুল ফিতরের প্রাক্কালে গত ৫ জুলাই সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

পরদিন দুপুর ১টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ায় পৌঁছেন তারা।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানানো হয়।

তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেমিনারের প্রসঙ্গটি এড়িয়ে যান মির্জা ফখরুল।  অস্ট্রেলিয়ায় মির্জা ফখরুলের মেয়ে থাকেন।  ফলে এবারের ঈদ মেয়ের সঙ্গে সেখানেই উদযাপন করেন মির্জা ফখরুল দম্পতি।

প্রায় সপ্তাহব্যাপী অস্ট্রেলিয়া সফর শেষে ১১জুলাই রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন মির্জা ফখরুল।

তবে এর আগে রাত ১০টা থেকেই গণমাধ্যমকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে কথা বলার জন্য যথারীতি ১নং টার্মিনালের ভেতরে অপেক্ষা করতে থাকেন। অবশেষে শেষ হলো তাদের প্রতিক্ষার প্রহর।

পৌনে দুই ঘণ্টা অপেক্ষার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের ভেতর থেকে বের হয়ে আসেন মির্জা ফখরুল।  কিন্তু সেখানে সাংবাদিকদের দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।  

বলেন, এখানে প্রেস কেন, কে আসতে বলেছে? আমি তো আসতে বলিনি।

এরপর সাংবাদিকরা ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুলের সঙ্গে কথা বলতে গেলে তাদের ঈদ শুভেচ্ছা জানান তিনি।

বলেন, এখানে কথা বলার কিছু নেই।  আমি আমার মেয়ের সঙ্গে ঈদ করতে সস্ত্রীক অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম।  আমি মেয়ের সঙ্গে দেখা করে চলে এসেছি।  মেয়ের ঈদ করবে ওর মা।

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের বিষয় নিয়ে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।  সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগও দেননি।  

বিমানবন্দরে মির্জা ফখরুলের এ ধরনের আচরণে গণমাধ্যমকর্মীরা ব্যথিত ও ক্ষুব্ধ হন।

মির্জা ফখরুলকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুবদল সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুসসহ ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে