রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৯:৩৩

মেডিক্যালে ভর্তি প্রতিহতের ঘোষণা শিক্ষার্থীদের

মেডিক্যালে ভর্তি প্রতিহতের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা না পর্যন্ত সব সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়েছে ভর্তি বঞ্চিত পরীক্ষার্থীরা।  স্বাস্থ্য অধিদফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে চলতি বছরের এমবিবিএস কোর্সে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া প্রতিহত করার ব্যাপারে সংহতি জানিয়ে সর্বাত্মক সহায়তা করবে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নেতাকর্মীরা।  এরই মধ্যে ভর্তি প্রতিহত করার ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সরকারি দলের সমর্থক নেতাকর্মীদের সাথে যোগাযোগ হয়েছে বলেও জানান ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষায় সুযোগ বঞ্চিত পরীক্ষার্থীরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।  তবে সংখ্যায় তারা ছিল অনেক কম।

সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ও ঈদের ছুটি থাকায় উপস্থিতি কম।

এদিকে সোমবার সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ভর্তি কার্যক্রম প্রতিহত করার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে