মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ১১:২৯:৫৮

কোকোর কবর জিয়ারত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

কোকোর কবর জিয়ারত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।  এসময় তার সাথে বিএনপির বেশকিছু নেতাকর্মী ছিলেন।

কোকোর কবর জিয়ারত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একই কবরস্থানে মা জোবাইদা রহমানের দাফন শেষে দাফনে অংশ নেন তিনি।  দাফন সম্পন্নের পর সঙ্গে থাকা স্বজন এবং বেশকিছু নেতাকর্মীকে নিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

নিজের মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পাওয়া লুৎফুজ্জামান বাবর বিকেলে গুলশান-২ এ তার বাসভবনে যান।  সেসময় বাসভবনের সামনে ফ্রিজিং গাড়িতে রাখা মা জোবাইদা রহমানের মৃতমুখ দেখে কান্নায় ভেঙে পড়েন।  এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
 
এর কিছুক্ষণ পর তিনি মাগরিবের নামাজ আদায় করেন।  পরে ভবনের নিচতলায় মায়ের দ্বিতীয় জানাজার নামাজে অংশ নেন।  

জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাবরের উপস্থিতিতে বাবার কবরের পাশে তার মাকে দাফন করা হয়।  

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবরের মা জোবাইদা রহমান মঙ্গলবার ভোরে অ্যাপোলো হাসপাতালে মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় আক্রান্ত জোবাইদা রহমান ঈদের দুদিন আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সকালে মায়ের মৃত্যুর খবর কাশিমপুর কারাগারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে পৌঁছে।  পরে মাকে শেষ দেখা ও তার জানাজায় অংশ নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানালে প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে