বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৫:৫৬

বাসের অগ্রিম টিকিট শুক্রবার থেকে

বাসের অগ্রিম টিকিট শুক্রবার থেকে

ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী শুক্রবার থেকে। আর বিআরটিসি বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। লঞ্চের টিকিট দেয়া হবে ১২ সেপ্টেম্বর।
ট্রেনের অগ্রিম টিকিট ১৫ সেপ্টেম্বর থেকে দেয়া হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ঈদ উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবার কোন বাসে টিকিটের মূল্য বাড়ানো হয়নি। এ ব্যাপারে হানিফ পরিবহনের কল্যাণপুর কাউন্টার মাস্টার জহির জানান, বাসমালিকদের সিদ্ধান্ত অনুসারে ১১ সেপ্টেম্বর সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বিআরটিসির সূত্র জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে। ২৩ থেকে ২৭শ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট। রেল কর্তৃপক্ষ বলেছে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৫ সেপ্টেম্বর দেয়া হবে ২০ তারিখের টিকিট, ১৬ সেপ্টেম্বর দেয়া হবে ২১ তারিখের টিকিট, ১৭ সেপ্টেম্বর দেয়া হবে ২২ তারিখের টিকিট, ১৮ সেপ্টেম্বর দেয়া হবে ২৩ তারিখের টিকিট এবং ১৯ সেপ্টেম্বর দেয়া হবে ২৪ তারিখের টিকিট।

অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন ২৩ সেপ্টেম্বর দেয়া হবে ২৭ তারিখের টিকিট, ২৪ সেপ্টেম্বর দেয়া ২৮ তারিখের টিকিট, ২৬ সেপ্টেম্বর দেয়া হবে ২৯ ও ৩০ তারিখের টিকিট এবং ২৭ সেপ্টেম্বর দেয়া হবে ১ অক্টোবরের টিকিট। এবারও সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

লঞ্চ মালিকদের সংগঠন (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল) সাধারণ সম্পাদক সিদ্দিক পাটোয়ারী বলেন, লঞ্চের অগ্রিম টিকিট (কেবিন) দেয়ার বিষয়ে ১২ সেপ্টেম্বর মালিকদের বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে, কেবিনের টিকিট আগেও বিক্রি হয়ে গেছে এমন অভিযোগ সম্পর্কে তিনি বিষয়টি জানেন না বলে উল্লেখ করেন। আর লঞ্চের সাধারণ ডেকের টিকিট আগে বিক্রি হয় না।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে