রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২১:০২

আবারো ঢামেকে প্রবেশে নিষেধাজ্ঞা!

আবারো ঢামেকে প্রবেশে নিষেধাজ্ঞা!

ঢাকা : আবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  গত কয়েকদিন ধরে হাসপাতালের ভেতর সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।  
 
রোববার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এ তথ্য জানা গেছে।

সাংবাদিকরা বলেছেন, ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের নির্দেশেই সাংবাদিকদের হাসপাতালের ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না।  কোনো ছবিও তুলতে দেয়া হচ্ছে না।

সাংবাদিকরা বলেন, হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে তিনি সহকারী পরিচালককে দেখিয়ে দিয়ে দায় এড়িয়ে যান।  ওখানে যান, সেখানে যান বলে দায় এড়িয়ে যান পরিচালক।  কোনো বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।
 
সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রোগীর সংখ্যা বেশি থাকলেও স্বল্পসংখ্যক নার্স ও চিকিৎসক দিয়েই হাসপাতাল পরিচালিত হচ্ছে।  এ খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না পায় সেজন্যই হাসপাতালের ভেতর সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে ধারনা সাংবাদিকদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যামেরাম্যান জানান, হাসপাতালের ভেতরে ছবি তুলতে গেলে তাৎক্ষণিকভাবে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর ক্যামেরা নিয়ে ছবিগুলো মুছে দেয়া হয়।  একই অবস্থা রিপোর্টারদের ক্ষেত্রেও।  
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে