বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৯:১১:৩৪

এবার পিস টিভির বাংলা ওয়েবসাইটও বন্ধ

এবার পিস টিভির বাংলা ওয়েবসাইটও বন্ধ

নিউজ ডেস্ক : ভারতীয় ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েকের পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল এবং অনলাইন ও সোশাল মিডিয়ায়ও এর সম্প্রচার বন্ধের ঘোষণার পর এই টিভির বাংলা ওয়েবসাইটও বন্ধ করেছে সরকার।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ মঙ্গলবার বলেন, উপরের নির্দেশনা অনুসারে পিসটিভি বাংলার ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে

ওয়েবসাইটটি বন্ধে রাতেই বিটিআরসি আদেশটি জরুরিভিত্তিতে সব মোবাইল ফোন অপরারেটর ও ইন্টারনেট গেটওয়েকে পাঠায়।

ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে ‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগ তুলে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত দেয় সরকার। এর পরদিন সোমবার বাংলাদেশে তার পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করে সরকার। এরপর অনলাইন এবং সামাজিক মাধ্যমেও এই টিভির সম্প্রচার বন্ধের ঘোষণা দেন বিটিআরসি চেয়ারম্যান।

টিভিতে সম্প্রচার বন্ধ হলেও ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েবসাইটে এই টিভি লাইভ সম্প্রচার করে আসছিল। এছাড়া ইউটিউবেও এই টিভির লাইভ সম্প্রচার হয়; রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও। ফেইসবুকে এই টিভির অসংখ্য পেইজ রয়েছে।

সুবক্তা হিসেবে পরিচিত জাকির নায়েককে ঘিরে হঠাৎ করেই বিতর্ক শুরু করে একটি গোষ্টী। তার পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল এই পিস টিভি।

গুলশানে হামলাকারী দুজন জাকির নায়েকের বক্তব্যে প্ররোচিত হয়েছিলেন বলে অভিযোগ তুলে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবী করেন, ‘পিসি টিভি বহু ক্ষেত্রে মুসলমান সমাজের কুরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না।’
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে