বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ১২:৩৭:২৫

১ কোটি স্মার্টকার্ড প্রস্তুত, আগামী মাসেই বিতরণ শুরু

১ কোটি স্মার্টকার্ড প্রস্তুত, আগামী মাসেই বিতরণ শুরু

নিউজ ডেস্ক : নতুন পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা অনুযায়ী আগামী মাসে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রথমে ধাপে ঢাকা মহানগরীর ভোটারদের মধ্যে বিতরণ করা হবে স্মার্টকার্ড। এ লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি স্মার্টকার্ড প্রস্তুত করা হয়েছে বলে জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা।

এর আগে একাধিকবার এই কার্ড বিতরণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি ইসি।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা যায়, ২০১৬ সালের জুনে নাগরিকদের হাতে স্মাটকার্ড দেয়ার কথা ছিল। কিন্তু পরে এ প্রকল্পের সময় ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে