নিউজ ডেস্ক : সময়ের সাথে বাড়ছে নারী নেতৃত্ব। বিশ্বে রাষ্ট্র ও সরকার-প্রধান হিসেবে দেশ পরিচালনা করছেন ২৬ নারী। ২০১৬ সালের জুন পর্যন্ত নারী নেতাদের সংখ্যা ছিল ২৫। নারী নেতার কাতারে সর্বশেষ যুক্ত হচ্ছেন ব্রিটেনের টেরেসা মে।
১৩ জুলাই বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেয়ার মধ্যদিয়ে বিশ্বে নারী নেতাদের সংখ্যা দাঁড়াবে ২৬-এ।
২০১৬ সালের জানুয়ারি এশিয়ার দ্বীপ দেশ তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইং-ওয়েন। একই মাসে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন হিন্ডা হেইন। মধ্য জুলাইয়ে সর্বশেষ নারী নেতাদের কাতারে যুক্ত হচ্ছেন ব্রিটেনের টেরেসা মে।
গত ২৩ জুন ব্রেক্সিট ভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার গণভোটের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামনে চলে আসেন ৫৯ বছর বয়সী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এ নারী।
২০১৫ সালে ৪ দেশে রাষ্ট্র ও সরকার-প্রধান হিসেবে নেতৃত্বে যুক্ত হন নারীরা। দেশগুলো হচ্ছে- সুইজারল্যান্ড, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, নামিবিয়া এবং নেপাল।
তবে সুইজারল্যান্ডের রাষ্ট্র-প্রধানের দায়িত্ব প্রতিবছর পরিবর্তন হওয়ায় ২০১৬ সালে ওই পদে দায়িত্বে আছেন জোহান স্নাইডার আম্মান।
২০১৪ সালে রাষ্ট্র ও সরকার-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২০ নারী। এর মধ্যে ২০১৬ সালে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত হন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ।
নারী নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। তিনি ২০০৫ সালে প্রথম নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত তৃতীয় দফায় দায়িত্ব পালন করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ সময় রাষ্ট্র-প্রধান হিসেবে দায়িত্বে আছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এ্যালেন জনসন সারলিফ। ২০০৬ সাল থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
তৃতীয় সর্বোচ্চ সময় রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিচনার। ২০০৭ সালের ডিসেম্বরে তিনি প্রথম নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন।
তালিকায় চতুর্থ অবস্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন তিনি। ২০১৫ সালে নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে সরকার-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই বছর ক্ষমতায় আসেন লিথুয়ারিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাইতে। গত ৭ বছর ধরে টানা রাষ্ট্র পরিচালনা করছেন তিনি।
২০১০ সালে ত্রিনিদাদ ও টোবাগোর সরকার-প্রধান হিসেবে দায়িত্ব নেন কামলা পারসাদ বেসেসার। ৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
২০১১ সালে কসোভোর রাষ্ট্র-প্রধান হিসেবে দায়িত্ব নেন আতিফেত জাহজাগা। গত ৫ বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন।
একই বছর ডেনমার্কের সরকার-প্রধান হিসেবে দায়িত্ব নেন হ্যালে থর্নিং স্মিথ। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১২ সালে জামাইকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পর্সিয়া সিমপসন মিলার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সালে দায়িত্ব নেন পার্ক গিউন হেই। ৪ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি।
একই বছর নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ইরনা সোলবার্গ। ৪ বছর ধরে তিনি সরকার পরিচালনা করছেন।
২০১৩ সালে যুদ্ধবিধ্বস্ত স্লোভেনিয়ার সরকার-প্রধান হিসেবে দায়িত্ব নেন অ্যালেঙ্কা ব্রাতুসেক। প্রধানমন্ত্রী হিসেবে ৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
ওই বছর উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাইবেল সাইবার। ৪ বছর ধরে সরকার পরিচালনা করছেন তিনি।
২০১৩ সালে সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অমিনতা তোরে। সরকার প্রধান হিসেবে ৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৩ সালে দায়িত্ব নেন ইরনা সোলবার্গ। সরকার-প্রধান হিসেবে ৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
লামিদোতা স্ট্রজুমা ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লাটভিয়ার। সরকার-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৩ বছর ধরে।
মধ্যআফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ক্যাথেরিন সাবভা-পানজা। ২০১৪ সাল থেকে রাষ্ট্র পরিচালনা করছেন তিনি।
চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মিশেল ব্যাশেরেট। ২০১৪ সালে রাষ্ট্র-প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
মাল্টার প্রেসিডেন্ট হিসেবে আছেন মেরি লুই কোলেইরো প্রেকা। ২০১৪ সাল খেকে রাষ্ট্র-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেইতা জিডলো। তিন বছর ধরে তিনি সরকার পরিচালনা করে আসছেন।
২০১৫ সালে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কালিন্দ গ্র্যাবার কিতারোভিচ। নেপালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বিদ্যা দেবি বান্দরি।
মারিশাসের রাষ্ট্র-প্রধানের দায়িত্ব নেন ম্যারিশা এ্যান মায়ার। নামিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারা কুগনগিলওয়ালা।
বাংলাদেশে টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
১৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম