নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশের কথিত আইএস এর প্রধান তামিম চৌধুরী ওরফে শেখ আবু ইব্রাহিম আল হানিফের সঙ্গে গোপন যোগাযোগের বিষয় নিয়ে যে খবর প্রকাশ হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ থাকলে তা হবে খুব খারাপ, এই কথাগুলো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তারেক-তামিমের গোপন যোগাযোগের বিষয়টি ব্লিৎস নামের একটি পত্রিকা দাবি করেছে। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিৎস পত্রিকার খবরটি আমার কাছে আসছে। বিভিন্ন দিক থেকেই আমাকে বলা হয়েছে। তবে এর এখনও পর্যন্ত কোন সত্যতা পাওয়া যায়নি।
আসাদুজ্জামান খান বলেন, তারেক রহমানের খবরটি প্রকাশ করার পর বিভিন্ন দিকেই এটা আলোচনা হচ্ছে। তবে আলোচনা হলেইতো আর হলো না এর বিশ্বাসযোগ্যতা ও সত্যতার বিষয় রয়েছে। সত্যতা নিশ্চিত না হওয়ার আগে এ নিয়ে বেশি কিছু বলাও যাবে না।
তিনি বলেন, বাংলাদেশে আইএস নেই। সেখানে বাংলাদেশের আইএস এর প্রধান আসে কোথা থেকে? আমরাতো বিশ্বাস করি ও এটা নিশ্চিত বাংলাদেশে আইএস নেই। তাহলে এখানে একজন আইএস প্রধান হিসাবে অবস্থান করছেন কাজ করছেন সেই ধরনের তথ্য আমাদের কাছে নেই। অথচ ওই সংবাদ পত্র প্রকাশ করছে সেটাকে বিশ্বাস করা যাবে?
তিনি বলেন, তারপরও বলবো যেই ব্যক্তির নাম এসেছে। ওই ব্যক্তির ব্যাপারে প্রযোজনীয় খোঁজ খবর নেওয়া হবে। তাকে বাংলাদেশে পেলে গ্রেপ্তারও করা হবে।
তিনি বলেন, যে কোন একটি গণমাধ্যমে একটি খবর প্রকাশ হলেই সেটা সত্য বলে মেনে নেওয়া যাবে না। অনেক সময় এগুলো নানা কৌশলও হতে পারে।
এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে কিনা বা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, খবরটি সত্যতা আমরা এখনও না জানলেও ও আমার কাছে ভাসা ভাসা হিসাবে অনেকেই বললেও আমি মনে করি এর সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন। এই জন্য খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ সরকার বিরোধিদেরও ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করতে পারে। আমরা এই সব ব্যাপারে সতর্ক রয়েছি। প্রমাণ না পাওয়ার আগ পর্যন্ত কোন কিছু নিশ্চিত করে বলতে পারবো না। কোন ব্যাপারে অতি উৎসাহী হওয়া যাবে না। ষড়যন্ত্রর সব দিক বিবেচনা করতে হবে। সেটা করাও হবে। আমাদের সময়
১৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম