বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৯:১৩:৪২

জঙ্গিহামলার আশঙ্কায় বসুন্ধরায় নিরাপত্তা জোরদার

জঙ্গিহামলার আশঙ্কায় বসুন্ধরায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক : জঙ্গিহামলার আশঙ্কায় রাজধানীর বসুন্ধরা শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য দিন মলের ৮ম তলায় ফুডকোর্টে খাবার বিক্রি হলেও বুধবার খাবারসহ বিভিন্ন পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তার্মীদের দাবি ফুডকোর্ট ও সিনেপ্লেক্স ঈদের ছুটি কাটাচ্ছে। কিন্তু মলে কর্মরতদের ভাষ্য, এর আগের দিনও খাবার ঢুকতে দেয়া হয়েছে।

ফুডকোর্টে খাবার না পেয়ে মলের পাশে আলি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন মলের একটি ব্র্যান্ডে কর্মরত নূরে আলম। তিনি জানান, প্রতিদিন ফুডকোর্টে প্যাকেজ মূল্য ৮০ টাকায় দুপুরের খাবার খান তিনি। কিন্তু এ দিন তা সম্ভব হয়নি। বুধবার নিরাপত্তার কারণে খাবার পৌঁছানো হয়নি সেখানে।

মলের নিরাপত্তাকর্মী দ্বীন ইসলাম বলেন, ‘ঈদের আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু এখন তা আরও বাড়ানো হয়েছে। মলে আগতদের লাইটার, ম্যাচ, পারফিউমসহ ধাতব কিছু থাকলেই ঢুকতে দেয়া হচ্ছে না।’

খাবার প্রবেশে বিধিনিষেধের ব্যাপারে তিনি বলেন, ‘জঙ্গিহামলার আশঙ্কা ছাড়াও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাড়তি তল্লাশি চালানো হচ্ছে। ফুডকোর্ট ও সিনেপ্লেক্স ঈদের ছুটি কাটাচ্ছে।’

মলে আগত ক্রেতা মেডিকেল শিক্ষার্থী রঞ্জু বলেন, ‘মলে বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এমন নিরাপত্তাবলয়ে জঙ্গিহামলার শঙ্কা মাথায়ই আসছে না।’ -বাংলামেইল
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে