নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা থেকে বিদেশি পিস্তল, গুলি ও বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে র্যাব-১। আটকৃতরা হলো- কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও রাশেদ গাজী ওরফে রাশেদ (২২)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব-১ এর উপ অধিনায়ক শফিউল আযম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৯টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম