নিউজ ডেস্ক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে-কে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি থেরেসা মে’র সুযোগ্য নেতৃত্বে ব্রিটেন উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’
অভিনন্দন বার্তায় মকবুল আহমাদ আরো বলেন, ‘আমাদের প্রত্যাশা থেরেসা মে’র নেতৃত্বে গঠিত ব্রিটিশ সরকারের আমলে বাংলাদেশের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। ব্রিটেনের নতুন সরকার বিশ্বশান্তি, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিবৃতিতে তিনি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ, দীর্ঘায়ু কামনা করেন। সেই সাথে তার সার্বিক সাফল্যও কামনা করেন।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম