রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৪:১১

শোকাবহ আবহে সোমবার থেকে দেশে ফিরছেন হাজিরা

 শোকাবহ আবহে সোমবার থেকে দেশে ফিরছেন হাজিরা

ঢাকা : শোকাবহ আবহে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে সোমবার থেকে।  পবিত্র হজ পালনের সময় পরপর ভয়াবহ দুটি প্রাণহানির ঘটনা ঘটে।  

সৌদি আরব থেকে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ২০মিনিটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।  এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের মুখপাত্র।

হাজিদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জাননা তিনি।

এবার হজ পালনকালে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে মক্কার মিনায়।  এখানে পদদলিত হয়ে অন্তত ৭৬৯ হাজি নিহত হন।  আহত হন আরো  ৯০০ জন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে অন্তত ১১১ হজযাত্রী নিহত হন।  এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হন।  এ দুটো ঘটনায় কতজন বাংলাদেশি হজযাত্রী হতাহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।  

ফিরতি হজ ফ্লাইটে শোকের আবহ নিয়ে অনেক হাজি দেশে ফিরবেন।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২ শ’ ৯০ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেন।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে