নিউজ ডেস্ক : অশান্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে ১৫ জুলাই শুক্রবার দেশের মসজিদগুলোতে জুমার খুতবা ঠিক করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অশান্তি এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামে খুতবাটি শুক্রবার দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণের অনুরোধ করা হয়েছে।
খুতবাটি শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমার নামাজের সময় পাঠ করা হবে বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তাসহ ২০ দেশি-বিদেশিকে হত্যা করে।
পুলিশের অভিযানে ৬ সন্ত্রাসীও নিহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
এছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এক সন্ত্রাসীসহ ৪ জন মারা যান।
এরপর গত ১০ জুলাই আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেবরা যে বয়ানগুলো দেন সে বয়ানগুলোর ধরন কি তা মনিটরিং করা এবং সেগুলোর ব্যাপারে লক্ষ্য রাখা দরকার।
তিনি বলেন, যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা ওয়াজ-মাহফিল করেন, জুমার দিন খুতবা পড়েন তাদের কাছে অনুরোধ থাকবে- প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বোচ্চার হোন।
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম