ঢাকা : ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম খান বলেছেন, বড় বড় আলেম কওমি মাদরাসা থেকেই তৈরি হয়েছে। এখানে কোনো জঙ্গি তৈরি হয় না, তৈরি হয় আলেম।
১৪ জুলাই বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবদুল করিম খান বলেন, দেশের নামিদামি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে যে জঙ্গিরা লেখাপড়া করে আজ তা প্রমাণিত।
এ সময় কওমি মাদরাসাগুলোর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে ও চলাফেরা কঠোর নজরদারিতে আনতে অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আবদুল করিম খান বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাকেও সমর্থন করে না ইসলাম।
সত্যিকারের মুসলিম সন্ত্রাসবাদ কায়েম করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, একটি চক্র আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে গুলশানে হামলা চালিয়েছে। এমনকি ঈদের দিনেও শোলাকিয়া ঈদগাহে হামলা চালিয়েছে। সত্যিকারের মুসলিম কখনো এ ধরনের হামলা চালাতে পারে না।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব বলেন, ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম ধর্মকে কলুষিত করতেই ইসলামের লেবাস লাগিয়ে একটি আন্তর্জাতিক চক্র হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
জঙ্গি সংগঠনগুলোকে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম