ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠকে যোগ দেয়ার আগে ব্যারিস্টার রফিক বিবিসির কাছে এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার দেশের কয়েকজন বুদ্ধিজীবী-পেশাজীবীর সঙ্গে আলোচনায় যাওয়ার আগে তার কাছে বিবিসির প্রশ্ন ছিল, বৈঠকে আপনি বিএনপি নেত্রীকে কী পরামর্শ দেবেন।
জবাবে ব্যারিস্টার রফিক বলেন, আমি বিএনপি নেত্রীকে জামায়াত ছাড়ার পরামর্শ দেব। আমি বলবো, জামায়াত না ছাড়লে আপনার সঙ্গে কেউ আলোচনা করবে না। জামায়াত ছাড়ার পর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক- তারপর দেখেন কী হয়।
বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় একটি জাতীয় ঐক্য গড়ে তোলার যে ডাক বেগম খালেদা জিয়া দিয়েছেন সে ব্যাপারে পরামর্শ করতে খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে দেশের বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বসেছেন।
তার আগে ব্যারিস্টার রফিক এমন মন্তব্য করেন।
রফিকুল হক বলেন, আমি মনে করি, সবার আগে দুই নেত্রীর মনোভাব বদলাতে হবে। মনোভাব না বদলাতে দেশে চলমান সংকট দূর হবে না।
তিনি বলেন, খালেদা জিয়ার কাছে আমার বক্তব্য হবে- আপনারা দুই নেত্রী ব্যক্তিগত বিদ্বেষ ভুলে গিয়ে আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করে কীভাবে দেশকে উদ্ধার করা যায়। এভাবে দেশ চলতে পারে না। দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার।
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম