নিউজ ডেস্ক : চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে দেখতে যান। এ সময় মির্জা ফখরুল রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।
এর আগে পাকস্থলীজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে বিশেষজ্ঞ শৈল্য চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
পরিবারের পক্ষ থেকে আশু আরোগ্যের জন্য দেশবাসীসহ নেতা-কর্মীদের দোয়া চেয়েছেন তার স্ত্রী আঞ্জুমানার বেগম।
১৯৮৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তৎকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রুহুল কবির রিজভী।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম