শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০৯:২৫:৫৮

পাঁচটি হত্যাকাণ্ডের দায় প্রত্যাহার আইএসের

পাঁচটি হত্যাকাণ্ডের দায় প্রত্যাহার আইএসের

নিউজ ডেস্ক : বাংলাদেশে পৃথক পাঁচটি হত্যাকাণ্ড থেকে দায় প্রত্যাহার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী খুন হওয়ার ঘটনাও আছে। আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক’-এর বরাত দিয়ে গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশে যত গুপ্তহত্যা হয়েছে, তার মধ্যে ১৬টির দায় স্বীকার করে নেয় আইএস। আর প্রায় ক্ষেত্রেই তাদের দায় স্বীকারের বিষয়টি মূলধারার গণমাধ্যমে আসে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে। তবে গতকাল ‘আমাক’-এর মাধ্যমে আইএস বাংলাদেশে হামলার যে তালিকা দিয়েছে, তাতে পাঁচটি হামলার দায় তারা প্রত্যাহার করে নিয়েছে।

এসব হামলার মধ্যে রয়েছে—ঝিনাইদহের হোমিও চিকিৎসক ছমির উদ্দিন হত্যাকাণ্ড, একই জেলার শিয়া মতাবলম্বী আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ড, বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ হত্যাকাণ্ড, গাইবান্ধার ব্যবসায়ী তরুণ দত্ত হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড। তবে আইএসের ওই তালিকায় গুলশান হত্যাযজ্ঞের কথা স্বীকার করা হয়েছে।

প্রসঙ্গত, আইএস দায় স্বীকার করেছে—বাংলাদেশে এমন হামলায় গত ১০ মাসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। অন্যদিকে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার নাম ব্যবহার করে ২০১৩ সাল থেকে ১৩টি হামলায় দায় স্বীকার করেছে আনসার-আল ইসলাম। -ঢাকা ট্রিবিউন
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে