ঢাকা : জাতীয় ঐক্যের আহ্বানে সরকার সাড়া না দিলে বিএনপির পক্ষে যা করা সম্ভব, সবই করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সরকারকে সহযোগিতা করতে বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। সরকার যদি শর্তারোপ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে চায়, দিতে পারে।
তিনি বলেন, জাতীয় ঐক্য না হলে সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির পক্ষে যা করা সম্ভব, সবই করবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলছেন, তার ওপরই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়াই কর্মসূচি ঘোষণা করবেন। আমরা বলছি জাতীয় ঐক্যের কথা। জামায়াতকে ত্যাগ করা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটি দেখা যাবে।
তিনি বলেন, রাজাকার-স্বৈরাচারদের সঙ্গে যখন সরকার গঠন হয়, তা নিয়ে তখন আপনারা প্রশ্ন করেন না কেন?
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম